এক থেকে নয়, পার হয়েই তারপর আসে দশ, সকলেই ফুটবল খেলে একজনই শুধু বস পায়ের ছোঁয়ায় ছোঁয়ায় বলটাতে মেলে দিল দু- ডানা... মারাদোনা। আমাদের অনেকের ছেলেবেলাই কেটেছে মারাদোনা নিয়ে আবেগে। আমাদের বড় হওয়ার অনেকটা জুড়েই ছিলেন তিনি - মারাদোনা। আমাদের অনেকের অনেক কিছু স্মৃতি, আবেগ নিয়ে এই লেখা।
by ডঃ দেবাশিস মজুমদার | 27 November, 2020 | 1874 | Tags : Maradona God of Football